Published : 24 Mar 2016, 07:12 PM
বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ জাফরোল হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আল-আমিন (৪০) উপজেলার শালদহ চরের জয়নাল আবেদিনের ছেলে।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান আদালতের পেশকার আব্দুর রশিদ।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১১ সালের ৮ মে স্ত্রী ফরিদা খাতুনকে (৩০) পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে ঘটনাটি আত্মহত্যা হিসাবে প্রচার চালায় আল-আমিন। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনও করে ফেলে।
এ ঘটনায় ৩১ মে ফরিদার বাবা খোকা সেখ বাদী হয়ে আল-আমিনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে ভিসেরা প্রতিবেদনের জন্য আলামত ঢাকায় পাঠানো হয়। প্রতিবেদনে বিষের কোনো আলামত না পাওয়ায় আল আমিনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।