Published : 03 Apr 2016, 06:23 PM
রোববার কুড়িগ্রামের রৌমারীর ব্যাপারী পাড়ার একটি বাঁশঝাড়ে তার লাশ পাওয়া যায় বলে জানান রৌমারী থানার এসআই মশিউর রহমান।
নিহত দাতাউর রহমান (২৬) লাঠিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে। আব্দুস সামাদ ইমরানের আপন চাচা।
এসআই মশিউর বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বেলা সোয়া ২টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
“ধারণা করা হচ্ছে দৃর্বৃত্তরা দাতাউরকে হত্যা করে বাঁশ ঝাড়ে লাশ ঝুলিয়ে রাখে।”
লাশ উদ্ধারের স্থান থেকে ২০০ গজ দূরে দুই ধরনের দুটি স্যান্ডেল, কয়েকটি ব্লেড, সিগারেটের প্যাকেট ও টুকরা পাওয়া যায়। এছাড়া মাটিতে ধস্তাধস্তির আলামতও পাওয়া গেছে বলে জানান তিনি।
“শরীরে পোড়া মবিল লাগিয়ে গলায় গামছা পেঁচানো থাকায় মনে হচ্ছে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য এক স্থানে হত্যার পর অন্য স্থানে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।”
লেখক,প্রকাশক ও ব্লগার হত্যার প্রতিবাদে শুক্রবার শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
‘কাজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি যথেষ্ট সন্দেহজনক।’
এ বিষয়ে ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনও এই খুনের পেছনে কোনো কারণ খুঁজে পাইনি। ও একজন সাধারণ মানুষ, কারো সঙ্গেই কোনো ঝামেলায় ছিল না।
“তাকে কেন খুন করা হল-সেটা আমরা বুঝতে পারছি না।”
পরিবার থেকে মামলায় আগ্রহী না হওয়ায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে বলেও জানান তিনি।