Published : 14 Aug 2016, 09:16 PM
রোববার দুপুরে আটপাড়া উপজেলার সুনুই এলাকা থেকে মো. জাকারিয়া পাঠানকে (১৬) উদ্ধার করা হয় বলে বারহাট্টা মডেল থানার ওসি সালেমুজ্জামান জানান।
জাকারিয়া বারহাট্টার সাওতুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসার ছাত্র ও সাহ্তা ইউনিয়নের ডেমুড়া গ্রামের মো. ইব্রাহীম পাঠানের ছেলে।
ওসি সালেমুজ্জামান বলেন, গত ২৫ জুলাই বাড়ি থেকে মাদ্রাসার যাওয়ার পথে নিখোঁজ হয় জাকারিয়া। পরে থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।
রোববার আটপাড়ার সুনুই মেঘেরকান্দা হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
বাবা-মার সঙ্গে রাগ করে পালিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া জানিয়েছে বলেন- এ পুলিশ কর্মকর্তা ।