Published : 15 Aug 2016, 02:22 PM
উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া এলাকায় সোমবার সকালে মিজানুর রহমান খোকনের (২৮) লাশ পাওয়া যায়।
মিজানুর রহমান কোণাপাড়া জামে মসজিদের ইমাম ও স্থানীয় একটি মক্তবের আরবির শিক্ষক ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই গ্রামের বাসিন্দা।
বাজিতপুর সার্কেলের এএসপি তফাজ্জল হোসেন জানান, ভোররাতে এলাকার লোকজন এক ব্যক্তিকে মোটরসাইকেলে করে একটি বস্তা নিয়ে যেতে দেখে চোর সন্দেহে ধাওয়া দিলে সে বস্তাসহ মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিয়ে বিষয়টি জানায়।
“নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
কুলিয়ারচর থানার এসআই রাখাল দেবনাথ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের বা কেউ আটক হয়নি।