Published : 19 Aug 2016, 09:11 PM
কোস্টগার্ড (দক্ষিণ জোন) ভোলার অপারেশন অফিসার লেফটেন্যান্ট নাজির হোসেন এ কথা জানান।
এরা হলেন- ফারুক মাঝি, মো. নেছার, আবুল বাসার, জাহাঙ্গীর ও জাফর মাঝি।
ভোলার মনপুরা উপজেলাধীন মেঘনার বদনার চর থেকে শুক্রবার ভোরে পাঁচ জেলেকে অপহরণ করা হয়।পরে অপহৃত জেলেদের স্বজনদের কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
কোস্টগার্ড কর্মকর্তা নাজির বলেন, দুপুর থেকে কোস্টগার্ডের মনপুরা ও হাতিয়া স্টেশনের দুটি দল মেঘনায় তল্লাশি শুরু করে।
“এক পর্যায়ে তল্লাশি দল মনপুরার খাসিয়ার চরে গেলে জলদস্যুরা পালিয়ে যায়। এ সময় সেখানে পাঁচ জেলেকে পাওয়া যায়।”
উদ্ধার হওয়া পাঁচ জেলেকে মনপুরা ইউনিয়নের চেয়াম্যানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।