Published : 06 Sep 2016, 05:19 PM
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনায় ইঞ্জিন লাইনচ্যুত হয়ে দিনাজপুরের সঙ্গে দেশের অন্যান্য স্থানের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আহতরা হলেন রেলট্রলির (গ্যাংকার) অপারেটর জাহাঙ্গীর আলম ও জিয়াউল হক। একটি পা বিচ্ছিন্ন অবস্থায় জাহাঙ্গীরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়াউলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চিরিরবন্দর রেল স্টেশন মাস্টার সহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্বতীপুরের মন্মথপুর থেকে পাথর নিয়ে একটি মালবাহী ট্রেন চিরিরবন্দর আসছিল।
“বেলা আড়াইটার দিকে চিরিরবন্দর স্টেশনের কাছে ট্রেনটির সঙ্গে বিপরীতমুখী একটি গ্যাংকারের সংঘর্ষ হয়।
“এতে গ্যাংকারের অপারেটর জাহাঙ্গীর আলমের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।”
একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা।