Published : 13 Sep 2016, 05:10 PM
মঙ্গলবার দুপুরে উপজেলার বাগাদুরাবাদ ইউনিয়নে পুল্যাকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানান যায়নি।
দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান জানান, একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পথচারী দুই শিশুকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশু দুটির মৃত্যু হয়। ওই সময় লেগুনায় থাকা ছয় জন আহত হন।
ওসি বলেন, পুলিশ নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনা কবলিত লেগুনাটি উদ্ধার করা হলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।