Published : 06 Mar 2017, 08:10 PM
সোমবার বিকালে উপজেলার হাতিয়া ইউনিয়নে চরবাগুয়া গ্রামের জেলে আছিরুদ্দিন জালে মাছ দুটি ধরা পড়ে বলে ওই ইউপির চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান।
জেলে আছিরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “মাছ দুটি সাহেব আলী নামের এক ব্যবসায়ীর কাছে ৯০ হাজার টাকায় বিক্রি করেছি। সন্ধ্যায় তিনি বাঘাড়গুলো কেটে প্রতি কেজি এক হাজার টাকা দরে স্থানীয়দের কাছে বিক্রি করেছেন।”
সাহেব আলী বলেন “বাঘাড়গুলো এক সঙ্গে মেপে দেখেছি। তিন মণ ওজনের বাঘাড়ে ৩০ হাজার টাকা লাভ করেছি।”