Published : 06 Mar 2017, 08:44 PM
সোমবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
ফয়সাল জলঢাকা উপজেলা জামায়াতের শূরা সদস্য।
রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী ফয়সাল মুরাদ টিউবয়েল প্রতীকে ৪১ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের মশিউর রহমান বাবু ১৫ হাজার ১৩৩ ভোট ও জাসদের (ইনু) গোলাম পাশা এলিচ ১৪হাজার ১৩৩ ভোট পেয়েছেন।
জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর পদত্যাগ করে গেল পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেন। এ কারণে উপজেলার ভাইস চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।