Published : 12 Sep 2017, 02:44 PM
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. শাহজাহান বলেন, “যাত্রাবিরতির সময় ট্রেনগুলোয় অভিযান চালানো হয়। রোববার ১৩০০ যাত্রীর কাছ তিন লাখ ১৪ হাজার আর সোমবার ১০২১ যাত্রীর কাছ থেকে দুই লাখ ৫৮ হাজার ৪৫ টাকা আদায় করা হয়।”
ভাড়া বাবদ অর্ধেক আর বাকি অর্ধেক জরিমানা বাবদ আদায় করা হয় জানিয়ে তিনি বলেন, অভিযানে রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সর্দার শাহাদৎ আলী, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. মহব্বতজান চৌধুরী ও সুলতান আহমেদ, এসি টিকেট চেকিং সুপারভাইজার প্রণবেশ সরকার ছিলেন।