Published : 25 Oct 2017, 09:15 PM
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ হোসেন চৌধুরী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি তারাকান্দা উপজেলার বটতলা এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছিল।
ইউএনও রাশেদ হোসেন চৌধুরী জানান, ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারির ওই মামলার অভিযোগপত্রের আসামি আবুল বাসার আকন্দ। পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করে।
“এ প্রেক্ষিতে উপজেলা পরিষদ আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
ইউএনও আরও জানান, অস্থায়ীভাবে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আবুল বাসার আকন্দ বলেন, “মিথ্যা মামলায় আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে হাই কোর্টে রিট করা হবে।”