Published : 22 Jan 2018, 11:07 PM
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার নূরপুর গ্রামে গোমতী নদীতে গোলাগুলির এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা শাখাওয়াত বলেন, জেলেদের কাছে চাঁদাবাজি হচ্ছে বলে গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
“জলদস্যুরা পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যাওয়ার সময় শাওন ধরা পড়েন।”
ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি পিস্তলসহ ‘বিপুল পরিমাণ’ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।