Published : 13 Feb 2018, 07:44 PM
জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আগামী ১৩ মার্চের এ নির্বাচনে আওয়ামী লীগের আফরুজা বারী, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি, গণফ্রন্টের শরিফুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আহসান হাবীব মাসুদ মনোনয়নপত্র নিয়েছেন।
আওয়ামী লীগের আফরুজা বারী নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বোন।
গত বছরের ৩১ ডিসেম্বর ক্ষমতাসীন দলের সংসদ সদস্য লিটন খুন হলে এই আসনটি শূন্য হয়।
নিবার্চন কমিশনের তফশিল অনুযায়ী, আগামী ১৩ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কর্মকর্তা মাহবুবুর বলেন, তফশিল অনুযায়ী ১৪ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা, ১৬ ফেব্রয়ারির মধ্যে মনোনয়নপত্র বাছাই ও ২৩ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
এ আসনটিতে ১ লাখ ৬৪ হাজার ৯৩৪ জন পুরুষ আর ১ লাখ ৭৩ হাজার ৬২২ জন নারী ভোটর রয়েছেন বলে তিনি জানান। আর মোট ভোটকেন্দ্র ১০৯টি।