Published : 17 Mar 2018, 07:17 PM
আটক মশিউর রহমান (৩২) উপজেলার বামৈ গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মমিন মিয়ার ছেলে।
র্যাব ৯-এর সিলেট ক্যাম্পের কমান্ডার মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার বামৈ এলাকায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে তারা গ্রেপ্তার করেন।
“মশিউর জঙ্গি তৎপরতার অভিযোগে দায়ের করা মামলার আসামি। সম্প্রতি হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকা থেকে ছয় জেএমবি সদস্যকে নাশকতা তৎপরতার অভিযোগে আটক করা হয়। এতে মশিউরের সম্পৃক্ততা রয়েছে বলে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”