Published : 19 Mar 2018, 05:41 PM
সোমবার বিকালে উপজেলার কামারপাড়া গ্রামের একটি পুকুর থেকে গলায় বস্তা পেঁচানো লাশ উদ্ধার করা হয় বলে ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবীব জানান।
নিহত একরামুল হক (২৬) উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরী তালপাড়া গ্রামের পাশার উদ্দীনের ছেলে।
একরামুলের স্ত্রী তানিয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একরামুল বৃহস্পতিবার রাত ৯টায় ধান ক্ষেতে সেচ পাম্প পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় শনিবার ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
ওসি নাসিম বলেন, সোমবার দুপুরে কামাড়পাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান লাশ দেখে পরিবারের লোকজন একরামুলের বলে তা শনাক্ত করে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।