Published : 08 Apr 2018, 02:19 PM
রোববার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ হোসেন জানান।
নিহত নূরুল হক (৫০) কুবাজপুর গ্রামের মৃত ওয়াহাব উল্লাহর ছেলে।
ওসি জানান, রোববার নূরুল হক লোক নিয়ে গ্রামপার্শ্ববর্তী বোরো জমিতে ধান কাটতে যান। ধান কাটা নিয়ে পাশের জমির মালিক একই গ্রামের শহীদ মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়।
“এর জেরে নুরুল ও শহীদ মিয়ার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন নুরুল হক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে বলে জানান তিনি।