Published : 28 Apr 2018, 08:51 PM
উপজেলার আমুয়াকান্দা বাজারে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে ফুলপুর থানার ওসি একেএম মাহবুবুল আলম জানান।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে শনিবার বিকালে একটি মামলা করেছেন বলে ওসি জানান।
ঘটনার পর থেকে হামলাকারী সোহেল মিয়া (৩০) পলাতক রয়েছেন।
ওসি বলেন, স্থানীয় এক মাদ্রাসা ছাত্রীকে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করত সোহেল। একপর্যায়ে ওই মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাবও দেয়। এতে রাজী না হওয়ায় এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের বিষয়টি জানানোয় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে হুমকি দিতে থাকে সোহেল।
“এর জেরে শুক্রবার রাত ৯টার দিকে আমুয়াকান্দা বাজারের কাছে মেয়ের ফুফাত ভাইয়ের পথরোধ করে কুপিয়ে জখম করে। এসময় চাচা বাঁধা দিতে এলে তাকেও কুপিয়ে জখম করে সোহেল।”
মাদ্রাসা ছাত্রীর বাবা বলেন, “সোহেল বিবাহিত এবং তার বাচ্চা আছে। এরপরও আমার মেয়েকে উত্ত্যক্ত করত সে।”