Published : 02 Jun 2018, 08:16 PM
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার করাব ইউনিয়নের গুণীপুর গ্রামে নিজ বসত ঘর থেকে তার লাশ পাওয়া যায় বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান।
নিহত ফাহিমা আক্তার (১৮) ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
পুলিশ কর্মকর্তা রবিউল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফাহিমার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।