Published : 05 Jun 2018, 06:07 PM
মধুখালী থানার এএসআই মিজানুর রহমান জানান, সোমবার রাত ১টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ওহাব শেখ ও গ্রামের বাসিন্দা। বাড়ির সামনে তার একটি মুদি দোকান রয়েছে।
এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যার দিকে একই এলাকার ওই শিশু ওহাবের দোকানে খাজা কিনতে যায়। খাজা বিক্রির পর ওহাব তাকে বিড়াল দেখানোর কথা বলে নিজের বাড়ি নিয়ে যান। সে সময় ওই বাড়িতে অন্য কেউ না থাকায় ওহাব তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
শিশুর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওহাবের বিচার দাবি করেন। স্থানীয়ভাবে শালিস-বৈঠকের আয়োজন হয়। এ সময় খবর পেয়ে এএসআই মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওহাবকে আটক করে থানায় নিয়ে যান।
এএসআই মিজানুর বলেন, “ওসি স্যার আমাকে পাঠিয়েছিলেন। আমি আটক করেছি। এ বিষয়ে ওসি স্যার বলতে পারবেন।”
ওসি মো. মিজানুর রহমান বলেন, “এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”