Published : 07 Jul 2018, 06:26 PM
উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামের কৃষক আকরাম মৃধার বাড়ি থেকে শুক্রবার রাতে অজগরটি ধরা পড়ে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর মান্নান মোল্লা জানান।
আকরাম মৃধা বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ফেরার সময় বাড়ির পাশে রাস্তার ওপর বিশাল আকৃতির অজগরটি দেখতে পান।
“পরে লোকজন ডেকে বস্তার মধ্যে অজগরটি আটক করে বাড়িতে এনে একটি কাঠের খাঁচার মধ্যে রাখা হয়েছে ।”
অজগর উদ্ধারের বিষয়টি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।
গ্রামের হেলাল হোসেন বলেন, “অজগরটি ১৫ ফুট দৈর্ঘ্য।”
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার বলেন, “যে এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে এ ধরনের সাপ সেখানে থাকার কথা নয়। কিভাবে কোথা থেকে এলো বিষয়টি তদন্ত করে দেখা হবে।
“সাপটি উদ্ধারের জন্য বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগকে বলা হয়েছে; পরে উপযুক্ত জায়গায় অজগরটি অবমুক্ত করা হবে।”