Published : 25 Jul 2018, 11:57 PM
বুধবার ওই গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।
ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক জানান, গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে দুপুরে ইসলামপুর উপজেলা খাদ্য গুদামে অভিযান পরিচালনা করা হয়।
“এ সময় গুদামে ২৫০ মেট্রিক টন চাল অতিরিক্ত পাওয়া যায়। এ ছাড়াও ঠিকাদারের স্বাক্ষর নেওয়ার পরেও চাল সরবরাহ না করার অভিযোগ প্রমাণিত হয়।”
তিনি জানান, অত্যবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ও ৬ ধারায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার এক লাখ টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন খাদ্য গুদাম কর্মকর্তা।