Published : 12 Aug 2018, 04:25 PM
রোববার দুপুরে উপজেলার বিশ্বরোড এলাকার ফাহাদ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান।
নিহত সন্তোষ রায় (২৫) হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর এলাকার হরি রায়ের ছেলে। তিনি কাঁঠালের ব্যবসা করতেন।
ওসি বলেন, দুপুরে নরসিংদী থেকে ট্রাকে করে কাঁঠাল নিয়ে মাধবপুরে ফিরছিলেন সন্তোষ। তিনি কাঁঠালের ওপরে বসেছিলেন।
“ট্রাকটি বিশ্বরোড এলাকার ফাহাদ ফিলিং স্টেশনের সামনে এলে চালক হঠাৎ ব্রেক চাপলেয় সন্তোষ ছিটকে নিচে পড়ে যান।”
পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণাবড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।