Published : 14 Aug 2018, 05:23 PM
মঙ্গলবার দুপুরে উপজেলার লাকড়ি মুড়ি হাওর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেব জানান।
নিহত আব্দুল কাদির (৪০) উপজেলার হোসেনপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে।
পুলিশ কর্মকর্তা অজয় বলেন, লাকড়ি মুড়ি হাওরে কাদিরের হাঁসের খামার রয়েছে। হাঁসের জন্য তৈরি করা ঘরেই বসবাস করতেন তিনি।
“সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে দেশি অস্ত্র (ফিকল) দিয়ে আঘাত করে হত্যা করা হয়। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।”
কাদিরের শরীরে ফিকলের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।