Published : 15 Aug 2018, 10:14 AM
ফুলগাজী থানার ওসি মো.হুমায়ূন কবির জানান, উপজেলার জিএমহাট ইউনিয়নের বশিকপুর গ্রামের ৫০ বছর বয়সী ওই নারী বাদী হয়ে স্থানীয় আবদুল জলিলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার রাতে মামলা করেন।
মামলার পর রাতেই জলিলকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, জলিল দীর্ঘদিন ধরে ওই নারীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন; একাধিকবার তার শ্লীলতাহানিরও চেষ্টা করেন।
“মঙ্গলবার সকালে ওই নারীকে বাড়িতে একা পেয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন জলিল।”
পরে জানাজানি হলে জলিল পালিয়ে যান। ঘটনাটি ধামাচাপা দিতে জলিলের পরিবারের লোকজন রাতে গ্রামে একটি সালিশ বৈঠকের আয়োজন করে।
এ সময় ওই নারী থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালিশ পণ্ড করে দেয় এবং জলিলকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।