Published : 25 Aug 2018, 04:18 PM
শনিবার দুপুরে উপজেলার সানন্দবাড়ী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয় বলে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার রায় জানান।
আটক ফকির আলী (৪০) ঝালরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে।
এসআই পলাশ বলেন, কালোবাজারে বিক্রি হওয়া ভিজিএফের চাল পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চালসহ ট্রলি চালক ফকির আলীকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।