Published : 26 Aug 2018, 11:03 AM
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল মান্নান ফরাজি জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে গৌরীপুরের বোকাইনগর স্টেশনের কাছে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ওই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
ফলে ওই পথ দিয়ে ভৈরব হয়ে চট্টগ্রাম ও ঢাকার পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মালবাহী ওই ট্রেন রেলওয়ের পাথর ও স্লিপার নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল জানিয়ে ওসি মান্নান ফরাজি বলেন, উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর আবার লাইন চালু হবে।