Published : 30 Aug 2018, 06:17 PM
নিহত দেলোয়ার হোসেন (২৪) উপজেলার মোবারকপুর গ্রামের বারেক মিয়ার ছেলে। স্থানীয় বাজারে ডিম কেনাবেচা করতেন তিনি।
গৌরীপুর থানার ওসি আশিকুর রহমান বলেন, বুধবার রাতে বাড়ির কাছে ডালিয়ার বিলে মাছ ধরতে যান দেলোয়ার। সকালে বিলে ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী।
“তার গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাতে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।