Published : 06 Jan 2019, 02:59 PM
শনিবার রাতে ভূ-গর্ভে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে বলে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাভেদ চৌধুরী জানান।
নিহত মোস্তাফিজুর রহমান (৩০) মধ্যপাড়ার পাইকপাড়া গ্রামের একরামুল হকের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাভেদ বলেন, ভূ-গর্ভে কাজ করার সময় পাথর চাপা পড়ে ওই শ্রমিক আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরের মৃত্যু হয়।
তবে এ সময় অন্য কোনো শ্রমিক দুর্ঘটনার শিকার হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।