Published : 12 Jan 2019, 04:35 PM
আটপাড়া থানার এসআই আব্দুল কাদির বলেন, উপজেলার সালকি-মাটিকাটা এলাকায় নেত্রকোণা-আটপাড়া সড়কে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অন্তত ২৬ জন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছেন বলে তিনি জানান।