Published : 31 Jan 2019, 04:53 PM
বঙ্গবন্ধু সেত পূর্ব থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হাতিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ধাম বলতে পারেনি।
ওসি মোশাররফ বলেন, একজন লোক অটোরিকশায় করে হাতিয়া বাজার থেকে মালপত্র নিয়ে যাচ্ছিলেন। অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে আসা ঢাকামুখী ট্রেনটি তাদের ধাক্কা দেয়। দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।