Published : 31 Mar 2019, 02:54 PM
রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মনতৈল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে লাখাই থানার ওসি এমরান হোসেন জানান।
মৃত আব্দুল হামিদের (৬৩) বাড়ি ওই এলাকায়।
ওসি এমরান হোসেন বলেন, গ্রামের একটি হাওরে ক্ষেতে পানি সেচ দিতে যান হামিদ। সকাল পর্যন্ত সে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে আশেপাশে খোঁজাখঁজি করেন।
“এক পর্যায়ে হাওরে হামিদের লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”
লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে; ঘটনাটি তদন্ত করা হচ্ছে।