Published : 19 May 2019, 01:04 PM
আটক হবিবর রহমান (৪০) মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়ার মতিয়ার রহমানের ছেলে।
রোববার ভোরে মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান।
তিনি বলেন, “অস্ত্র কেনাবেচার পোপন খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে হবিবরকে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ”
হবিবর ভারত থেকে অবৈধ ভাবে অস্ত্র এনে দেশে বিক্রি করতো বলে ওসি জানান।