Published : 26 Jun 2019, 05:43 PM
সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াবদা মোড় নতুনহাট এলাকায় নীলফামারী-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নতুনহাট গ্রামের রহমতুল্লাহ প্রামানিক (৬৫) ও তার নাতি তুরাগ হোসেন (২)।
এলাকাবাসী জানান, পিডিবির অবসরপ্রাপ্ত কর্মচারী রহমত তুল্লাহ তার নাতি তুরাগকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি পিকআপ তাদের চাপা দিলে দাদা ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে নিহত হয় নাতি তুরাগ।
ওসি শাহজাহান বলেন, ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কিশোর চালক ও তার সহাকারীকে পিকআপসহ আটক করে পুলিশে দিয়েছে। তাদের বয়স ১৬-১৭ বছর। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।