Published : 22 Jul 2019, 11:06 AM
প্রতীকী ছবি
নিহত শাহেদ আলী (৬০) ঢাকায় ভাঙ্গারির ব্যবসা করেন। তার ছেলে জাহিদ হাসানকে (২৭) পুলিশ ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ইউনুস আলী বলেন, “প্রতিদিনের মত ভোরে ফজরের নামাজ পরে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শাহেদ আলী। ছেলেকে ওষুধ খাওয়ানের কথা স্ত্রীকে মনে করিয়ে দিয়ে উঠানে যেতেই ছেলে জাহিদ বটি দিয়ে তার গলায় কোপ দেয়।”
দায়ের কোপে ঘটনাস্থলেই শাহেদ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি বলেন, শাহেদ আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জাহিদ হাসান বড়। তিনি ‘মানসিক ভারসাম্যহীন’ বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।