Published : 24 Aug 2019, 06:19 PM
দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিলাহাটি পাড়া এলাকায় নদী থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।
তারা হল দেবীগঞ্জ উপজেলা শহরের সবুজপাড়া মহল্লার উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ (৯) চিলাহাটিপাড়া গ্রামের অলিউল ইসলামের ছেলে শাওন (৬)।
তারা মামাত-ফুপাত ভাই।
টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রহমান সরকার পরিবারের বরাতে বলেন, শুক্রবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এই শিশুরা একটি বিয়ের অনুষ্ঠানে যায়। বিকেলে তিস্তার তীরে তাদের কাপড় ও জুতা দেখতে পায় স্বজনরা। প্রথমে স্থানীয় লোকজন, পরে ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি করেন। রাত সাড়ে ১২টার দিকে বড় জাল দিয়ে খুঁজতে খুঁজতে পানির নিচে তাদের লাশ মেলে।
“পরিবারের ধারণা তারা গোসল করতে নেমে ডুবে মারা গেছে।”