Published : 10 Sep 2019, 02:08 PM
মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর এলাকার বকশীগঞ্জ-সানন্দবাড়ি সড়কের এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত শফিকুল ইসলাম (৩০) উপজেলার বগারচর ইউনিয়নের রহিমপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি স্থানীয় সারমারা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি হযরত আলী বলেন,বকশীগঞ্জ থেকে সানন্দবাড়িগামী মালবোঝাই একটি ট্রাককে অতিক্রম করার চাপা পড়েন।
“শফিকুল মোটর সাইকেলে করে বকশীগঞ্জ বাজার থেকে সারমারা যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।