Published : 24 Nov 2019, 09:33 AM
শনিবার মধ্যরাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বরংগাইল হাইওয়ে পুলিশের এসআই ইয়ামিন উদ-দৌলা জানান।
তিনি বলেন, রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী সাউথ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে খুলনা থেকে মাছ নিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের এক যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত কয়েকজনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়া জানাতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন এসআই ইয়ামিন।