Published : 04 Feb 2020, 02:49 PM
মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এ রায়ে একই সাথে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
ফাঁসির রায়প্রাপ্ত মো. বাচ্চু মিয়া (৩২) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের রতনপুর গ্রামের রইছউদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষে নিযুক্ত এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী জানিয়েছেন, এ মামলার অপর দুই আসামি হীমা আক্তার ও রতনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
২০১৩ সালের ১০ মে বিকালে লাকড়ি শুকানো নিয়ে রতনপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হীমা আক্তারের সঙ্গে ওই গ্রামের আ. রশিদের মেয়ে শরুফা ওরফে মারুফা আক্তারের কথা কাটাকাটি হয়।
এর জেরে রাতে ‘আসামিরা’ গামছা দিয়ে মারুফা আক্তারের হাত-পা বেঁধে ধানক্ষেতের সেচের নালায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে বলে মামলায় অভিযোগ আনেন নিহতের বাবা।
এ ঘটনায় মারুফার বাবা আব্দুর রশিদ বাদী হয়ে তাড়াইল থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।
আইনজীবী যজ্ঞেশ্বর বলেন, তবে ২০১৪ সালের ৮ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াইল থানার ওসি মো. আমিনুল ইসলাম তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গ্রেপ্তারের পর মামলার মূল আসামি বাচ্চু আদালতে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মিয়া মো. ফেরদৌস।