Published : 11 Feb 2020, 11:02 PM
মঙ্গলাবার উপজেলা শহরের কলেজপাড়ায় এই ঘটনা ঘটে বলে দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার জানান।
নিহত রাইয়ান (৫) পঞ্চগড় শহরের রৌশনাবাগ মহল্লার আইনজীবী রাকিবুত তারেকের ছেলে।
ওসি রবিউল হাসান সরকার জানান, শিশু রাইয়ান কয়েকদিন আগে তার মায়ের সঙ্গে কলেজপাড়ায় নানার বাড়ি বেড়াতে আসে। “মঙ্গলবার বিকেলে সবার অলক্ষ্যে আরও কয়েকটি শিশুসহ সে খড়ের গাদার পাশে দিয়াশলাই নিয়ে খেলছিল।”
ওসি বলেন, এক পর্যায়ে তারা দিয়াশলাই দিয়ে খড়ের গাদায় আগুন দেয়। অন্য শিশুরা চিৎকার দিয়ে পালাতে পারলেও রাইয়ান আগুনের মধ্যে আটকা পরেদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি জানান, নীলফামারীর ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।