Published : 27 Feb 2020, 12:43 PM
বুধবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব রেললাইনের মানিকখালী স্টেশনে ট্রেন দুটি মুখোমুখি হয়।
কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি মো. আব্দুর রহমান বিশ্বাস বলেন, “লাইনম্যানের ভুল সিগন্যালের কারণে এ ঘটনা ঘটে।”
ওসি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন মানিকখালী স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা গোধূলী ট্রেনকেও একই লাইনে প্রবেশের সিগন্যাল দেন লাইনম্যান আসাদ।
“তবে গোধূলির চালক কাছাকাছি এসে দ্রুত ব্রেক কষে ট্রেনটি থামাতে সক্ষম হন। এ সময় দুটি ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে ট্রেন দুটি সংঘর্ষ থেকে রক্ষা পায়।”
নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ট্রেন দুটি আবার রওনা হয় বলে তিনি জানান।
এর আগে গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই স্টেশনে এমন ঘটনা ঘটেছিল। সে সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ঈশা খাঁ ও ঢাকা থেকে ময়মনসিংহগামী ঈশা খাঁ ট্রেন দুটি মুখোমুখি হয়। সে সময়ও চালকদের দক্ষতায় যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পান।