Published : 04 Mar 2020, 11:05 PM
বুধবার বিকালে সূর্যনগর পশ্চিমপাড়া গ্রাম থেকে মর্টার শেল দুটি উদ্ধার করে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম জানান, বুধবার বিকালে সূর্যনগর গ্রামে গুনারী গাছ কাটার সময় স্থানীয়রা মর্টার শেলের মাথা দেখতে পান।
“তারা ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনা জানান। ৯৯৯ থেকে বকশীগঞ্জ থানাকে অবহিত করা হয়।
“পুলিশ গাছের গোড়ার নিচ থেকে মাটি খুঁড়ে দুইটি মর্টার শেল উদ্ধার করে।”
উদ্ধার করা প্রতিটি শেলের ওজন অন্তত ২০ কেজি করে হবে বলে জানান পুলিশ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শেল দুইটি মাটিতে পুতে রাখা হয়েছিল বলে পুলিশের ধারনা।
থানা হেফাজতে শেল দুটি রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।