Published : 19 Apr 2020, 12:17 AM
শনিবার রাত ৭টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, এ শনাক্তদের মধ্যে ১৩ জন চিকিৎসক, সাতজন পুলিশ, দুইজন নার্স ও একজন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে গত বুধবার ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল।
“তাদের মধ্যে আজ ২৪ জনের কোভিড-১৯ পজেটিভ হওয়ার প্রতিবেদন এসেছে।”
এই ২৪ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলায় আটজন, ভৈরব উপজেলায় পাঁচজন, তাড়াইল উপজেলায় পাঁচজন, সদর উপজেলায় চারজন, কুলিয়ারচর ও হোসেনপুর উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন বলে তিনি।
জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলাওয়ারী হিসেবে করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, ভৈরব উপজেলায় ১৫ জন, তাড়াইল উপজেলায় ১১ জন, সদর উপজেলায় আটজন, কুলিয়ারচর উপজেলায় সাতজন, ইটনা উপজেলায় পাঁচজন, মিঠামইন উপজেলায় তিনজন, পাকুন্দিয়া উপজেলায় তিনজন, হোসেনপুর, কটিয়াদি ও বাজিতপুর উপজেলায় দুইজন করে এবং অষ্টগ্রাম ও নিকলী উপজেলায় একজন করে শনাক্ত হয়েছে।