Published : 21 Apr 2020, 08:14 PM
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইউনূছ মিয়া ওরফে ইনুর নেতৃত্বে ‘আর কত থাকব উপবাস, খাবার দে’- লেখা ব্যানার নিয়ে সৈয়দটুলা গ্রামের লোকজন এ বিক্ষোভ মিছিল করেন।
এ সময় মিছিলে থাকা লোকজন উপজেলা পরিষদের সামনে বেলা ১২টা পর্যন্ত অবস্থান করে ত্রাণের দাবিতে নানা স্লোগান দেয়।
বিক্ষোভকারীদের দাবি, সৈয়দটুলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। এর ফলে তাদের অনেকের বাড়িতে চুলা জ্বলছে না। মানবেতর দিন কাটছে তাদের।
শ্রমিক লীগ নেতা ইউনূছ মিয়া বলেন, “করোনাভাইরাসের প্রভাবে সৈয়দটুলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। কিন্তু এ ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ আসেনি। এই ওয়ার্ডে হতদরিদ্র ও শ্রমিক রয়েছেন। তাদের সবার কাজকর্ম বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের জন্য কিছু পাঠিয়েছেন, আমাদের এলাকায় তো এগুলো আসেনি। সেজন্য আমরা বিক্ষোভ করেছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসার আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন বলে জানান ইউনূস।
এ বিষয়ে ইউএনও বলেন, “ত্রাণের জন্য বিক্ষোভ করা হয়নি। ইনু (ইউনূস) গুজব ছড়িয়ে তাদেরকে নিয়ে এসেছিল।
“সে তাদের বলেছিল, সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে, অথচ এগুলো তারা পাচ্ছে না।”