Published : 12 Jan 2021, 04:12 PM
মঙ্গলবার কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মন্তাজুল আলম (৩৬) রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি (সাতভিটা) গ্রামের সোলায়মান আলীর ছেলে।
মামলার বিবরণে বলা হয়, বেকার ও মাদকাসক্ত মন্তাজুল আলমকে তার প্রথম স্ত্রী তালাক দেন। পরে ২০২০ সালের ২০ মার্চ দুপুরে মন্তাজুল দ্বিতীয় বিয়ে করার জন্য তার মা মেহেরজান ওরফে মিনুকে জানায়।
কিন্ত বিয়েতে সম্মতি না দেওয়ায় ঘরের মধ্যে নামাজরত অবস্থায় মন্তাজুল তার মাকে কুঁড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় মন্তাজুলের বাবা বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।