Published : 17 Jun 2021, 04:42 PM
বৃহস্পতিবার দুপুরের দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. কামরুল হাসান আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খান এবং জাতীয় পার্টির মো. জসিম উদ্দিনের মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করেন।
মনোনয়ন যাচাইবাছাই শেষে জেলা প্রশাসক উভয় প্রার্থী এবং তাদের আইনজীবীদের সামনে এ ঘোষণা দেওয়া হয়।
আগামী ২৮ জুলাই বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান এ আসনের এমপি সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ২ জুন এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল ঘোষণার পর কুমিল্লা-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৩৫ জন নেতা। তবে শেষমেশ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এই দুই প্রার্থী।