Published : 20 Jun 2025, 11:33 AM
মানিকগঞ্জ-হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচ জন।
শুক্রবার সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার কাশিমনগর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন সিংগাইর ফাফায়ার সার্ভিসের ইনচার্জ মহিবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হেমায়েতপুর থেকে মানিকগঞ্জগামী ট্রাক এবং হরিরামপুর থেকে ছেড়ে আসা শুকতারা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহতের মরদেহ উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।