Published : 18 Dec 2024, 10:31 PM
এক সপ্তাহ ধরে বন্ধ থাকা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবী তিন সংগঠনের কক্ষের তালা খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে হাসপাতালের পরিচালক চিকিৎসক এ কে এম মশিউল মুনীর তালা খুলে দেন।
এদিকে স্বেচ্ছাসেবী ক্লাবগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পাশাপাশি ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একটি পক্ষ।
এর আগে ১২ ডিসেম্বর সন্ধানী, যুব রেড ক্রিসেন্ট ও মেডিসিন ক্লাব পরিচালনা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে কার্যালয় তিনটিতে তালা দেন হাসপাতাল পরিচালক। এরপর থেকে ক্লাব তিনটি তালাবদ্ধ ছিল। এতে প্রতিদিন অন্তত দেড় থেকে দুইশ সেবা প্রার্থী ভোগান্তিতে পড়েন।
হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে জানানো হয়েছে, দুপুর ১টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর তালা খুলে দেন। পরে তিনি রোগীদের জন্য রক্তের ব্যাগ বিতরণ করেন।
এ সময় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন রেজওয়ান রেজা, মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসক বদরুদ্দোজা মো. জোবায়েদ সৈকত, চিকিৎসক মো. ফয়সাল আহমেদ এবং চিকিৎসক ইস্তিয়াক আজমেদ রিফাত উপস্থিত ছিলেন।
এ ছাড়া সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্টের সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থীদের পক্ষে মো. তওহীদুল ইসলাম সিয়াম।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সন্ধানী, মেডিসিন ক্লাব এবং যুব রেড ক্রিসেন্ট শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড করে আসছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠানগুলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আঁতুড়ঘর ও রঙ্গমহলে পরিণত হয়।
স্থানীয় সংসদ সদস্য ও মেয়রদের মদদপুষ্টদের দিয়ে এতদিন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিচালিত হত। সাত দিন ধরে বন্ধ ক্লাব তিনটি রোগীদের স্বার্থে খুলে দেওয়া প্রয়োজন।
সংগঠনগুলোর নিয়মনীতি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছয় দফা দাবি তুলে ধরেন তওহীদুল ইসলাম।
দাবিগুলো হলো- পূর্বের ছাত্রলীগের মদদপুষ্ট কমিটি বিলুপ্ত করণ, সংবিধানের নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষ ও অরাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন, ক্লাবগুলোতে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না, ব্লাড বিক্রির নামে অর্থ বাণিজ্য বন্ধ করা, ফান্ডের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা এবং বিগত দিনে যার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ক্লাবগুলোকে রাজনীতিকরণ করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা।
বরিশাল মেডিকেলে সন্ধানীসহ ৩ সংগঠনের কার্যালয়ে তালা