Published : 14 Mar 2025, 05:55 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী।
প্রেপ্তার জহুরুল মোল্লা (৩০) বরিশালের আগৌলঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে। বিদ্যুতের খুঁটির কাজ করতে শ্রমিকদের সঙ্গে হাতীবান্ধায় আসেন জহরুল।
ওসি মাহমুদুন্নবী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি বাড়িতে একা ছিল। এ সুযোগে বাড়ির পাশের বিদ্যুৎ খুঁটির কাজ করা জহুরুল শিশুটির হাতে ২০ টাকার নোট দিয়ে তাকে ধর্ষণ করেন।
এ সময় শিশুটির চিৎকারে তার মা বাড়ি ফিরে স্থানীয়দের বিষয়টি জানান। তখন স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জহুরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও বলেন, ঘটনার পরপরই শিশুটিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকরা রাতেই শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।
ওসি জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার থেকে থানায় এজাহার দেওয়া হয়।
পরে শুক্রবার দুপুরে আসামি জহুরুল মোল্লাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।