Published : 13 Feb 2025, 02:41 PM
ভোলার তজুমদ্দিন উপজেলায় গরুচোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূইয়াবাড়ির দরজা জামে মসজিদের মাঠে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে বলে তজুমদ্দিন থানার ওসি আব্দুল্যাহ আল মামুন জানান।
মৃতরা হলেন- সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মো. নুরুল হকের ছেলে নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)।
তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি আব্দুল্যাহ আল মামুন বলেন, “উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকায় আব্দুল খালেকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় মালিক টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ধাওয়া দিলে চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে চোরদের ধরে পিটুনি দেয় এলাকাবাসী।
“খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় দুই চোরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।