Published : 16 May 2024, 07:13 PM
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় তীব্র গরমে শ্রেণিকক্ষে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মণ্ডল জানান।
অসুস্থ ২৫ শিক্ষার্থীদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, “ক্লাস করার সময় কয়েক শিক্ষার্থী হঠাৎ করে মাথা ঘুরে পরে যায়। গরমে তাদের শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা তাদেরকে মাথায় পানি ঢালাসহ প্রাথমিক সেবা দেয়।”
অসুস্থ এক শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পরে স্কুল ছুটি দেয়া হয় বলে জানান প্রধান শিক্ষক।
ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও অনিন্দ্য বলেন, “গরমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। এ ছাড়া আগে থেকেই কয়েকজনের জ্বর ছিল। কয়েকজন আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে থাকতে পারে। সবাইতে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর হাসান জিকু বলেন, “বিদ্যালয়টি ঘনবসতিপূর্ণ আবদ্ধ পরিবেশে অবস্থিত। গরমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পাশাপাশি কয়েকজন আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। কারো অবস্থা গুরুতর নয়।”
নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।